বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর জেলার বেকুটিয়া পয়েন্টে কঁচা নদীর ওপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’তে যান চলাচল শুরু হয়েছে আজ (৪ সেপ্টেম্বর) থেকে।
বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই সেতুটির উদ্বোধন করেন। সেতুতে সর্বনিম্ন টোল ধরা হয়েছে ৫ টাকা এবং সর্বোচ্চ ৩১৫ টাকা।
অনুমোদিত টোলহার অনুযায়ী মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা ও ঠেলাগাড়ির পারাপারের জন্য দিতে হচ্ছে ৫ টাকা। টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ১৫ টাকা এবং প্রাইভেটকারের জন্য ৩০ টাকা টোল নেওয়া হচ্ছে।
এছাড়া পিকআপ ভ্যান, জিপ ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত টোল ৫০ টাকা; মিনিবাস ৬৫ টাকা; পাওয়ার টিলার-ট্রাক্টর ৭৫ টাকা; ছোট ট্রাক (৩ টন পর্যন্ত) ৯৫ টাকা; বড় বাস (৩১ অথবা তার বেশি আসনবিশিষ্ট) ১১৫ টাকা; মাঝারি ট্রাক এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত ট্রাক্টর ও ট্রেলার ১২৫ টাকা; ভারী ট্রাক ২৫০ টাকা এবং কনটেইনার, ভারী যন্ত্রপাতি, ভারী মালামাল ও সরঞ্জাম পরিবহনে সক্ষম ট্রেলারের জন্য টোল ধরা হয়েছে ৩১৫ টাকা।
সকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহন থেকে টোল আদায় করছে পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগ।
+ There are no comments
Add yours