রাজধানী ঢাকার পাড়া-মহল্লায় বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কোন নেতা-কর্মী কোথায় থাকেন, কার কী পদবি ইত্যাদি তথ্য নিয়ে বিশেষ তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
একইসঙ্গে বিরোধীদের নামে মামলা দেওয়ার ক্ষেত্রে আসামির তালিকায় যেন মৃত ব্যক্তির নাম না থাকে সে বিষয়ে মাঠ পুলিশকে সতর্ক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের বেশ কয়েকটি জোন ও থানা সূত্রে জানা গেছে, গত মাসের শেষ সপ্তাহে মাঠ পুলিশের কাছে এ ধরনের একটি নির্দেশনা এসেছে ডিএমপির উচ্চ পর্যায় থেকে।
জানা গেছে, ঢাকার পাড়া-মহল্লায় বিএনপি-জামায়াতসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কোন নেতা-কর্মী কোথায় থাকেন, কার কী পদবি, কমিটির বিস্তারিত তথ্য, মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা, সোশ্যাল মিডিয়া অ্যাকটিভিটি, কার বিরুদ্ধে কত মামলা, কে জামিনে আছেন আর কে পলাতক- সব তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ওই নির্দেশনার আলোকে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে পুলিশ।
তবে ডিএমপি’র মিরপুর ও মতিঝিল বিভাগে কর্মরত একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের থানা, ওয়ার্ড ও মহানগর পর্যায়ের কমিটির সদস্য এবং পাড়া-মহল্লা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা-কর্মীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে তালিকা করা হচ্ছে। বড় দল হিসেবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতা-কর্মীদের নাম, পদ-পদবি, মোবাইল নাম্বারসহ বিস্তারিত তথ্য সম্বলিত তালিকা তৈরিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করা হচ্ছে।
+ There are no comments
Add yours