তিন বছর আগে ২০১৯ সালে রিকশা থেকে পড়ে আহত হয়েছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ ওয়ার্ডের বৃদ্ধ রিকশাচালক মো. ইব্রাহিম। অর্থের অভাবে ঠিকমতো চিকিৎসা না হওয়ায় পায়ের দুটি আঙ্গুল কেটে ফেলতে হয়েছে। বর্তমানে পচন ধরেছে তার ডান পায়ে। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করতে পারছিলেন না।
এ নিয়ে শুক্রবার একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে পঙ্গু রিকশাচালকের জন্য আর্থিক সহায়তা চেয়ে মানবিক সাহায্যের আবেদন করা হয়।
সংবাদটি নজর এড়ায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী চট্টগ্রামের জেলা প্রশাসককে ওই বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন।
এরপর রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেলের অর্থোপেডিক্স বিভাগের ২৬নং ওয়ার্ডে বৃদ্ধ ইব্রাহিমকে দেখতে ছুটে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
এসময় ইব্রাহিমের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে এক লাখ টাকা তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক। পরে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থোপেডিক্স বিভাগের ২৬নং ওয়ার্ডে চিকিৎসার জন্য ভর্তিরত ৩২৭ জন রোগী, এটেডেন্ট ও ডিউটি স্টাফদের জন্য ৫০০ প্যাকেট খাবারের ব্যবস্থা করা হয়।
+ There are no comments
Add yours