
পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই দীপক, কনস্টেবল মো. রাহাত ও মো. সজিব। তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, পুলিশের ওপর হামলা করে কেউ রেহাই পাবে না। হামলাকারীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব।
+ There are no comments
Add yours