বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যলয়ে (বুয়েট) ভর্তি হয়েও অর্থাভাবে পড়াশোনা অনিশ্চিত ভ্যানচালকের ছেলে মো. এনামুল হকের দায়িত্ব নিয়েছেন কুষ্টিয়ার খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মুর্শেদ শান্ত।
বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এনামুলের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।
এ সময় এনামুলকে বুয়েটে পড়াশোনার খরচ হিসেবে প্রতি মাসে তাকে ১০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন এবং আজ তার হাতে ১০ হাজার টাকা তুলে দেন শান্ত।
এনামুল হক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বেলগাছি গ্রামের ভ্যানচালক ইসরাইল হোসেনের ছেলে। তিনি বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।
পিইসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এসএসসি ও এইচএসসিতেও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে পাস করেন এনামুল। বুয়েটে পড়ার সুযোগ পেয়েও টাকার অভাবে অনিশ্চয়তায় পড়েন তিনি।
এনামুলের বাবা ভ্যানচালক ইসরাইল হোসেন বলেন, ‘আমি গরিব মানুষ। খুব কষ্ট করে আমার ছেলে এনামুল এ পর্যন্ত পৌঁছেছে। অর্থনৈতিক দুরবস্থার মধ্যেও এনামুলকে বহু কষ্ট করে তাকে পড়িয়েছি। মেয়েটাও খুব মেধাবী ছিল, কিন্তু টাকার অভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। বিয়ে দিয়ে দিছি।’
খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল মাসুম মুর্শেদ শান্ত বলেন, মানুষের কাজই হচ্ছে বিপদে মানুষের পাশে থাকা। আমি খবর পেয়েছিলাম এনামুল বুয়েটে পড়ালেখার সুযোগ পেয়েও অর্থের অভাবে তা অনিশ্চিত হয়ে পড়েছে। খবরটি পাওয়ার পর এনামুলের সঙ্গে কথা বলেছি। আমি সার্বিকভাবে সহযোগিতা করব, কিছু টাকা দেওয়া হয়েছে। আমি প্রতি মাসে তাকে ১০ হাজার করে টাকা দিব।
+ There are no comments
Add yours