গঙ্গার বিষয় যারা ভুলে যায় তারা কীভাবে তিস্তা নিয়ে কথা বলে

Estimated read time 0 min read
Ad1

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা, তা বিএনপি ও বেগম খালেদা জিয়ার বেলায় প্রযোজ্য।

কারণ খালেদা জিয়া ভারত সফর থেকে আসার পর তাকে প্রশ্ন করা হয়েছিল, গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিয়ে কি কথা হয়েছে। তখন খালেদা জিয়া বলেছিলেন, ওহ আমি তো ওটা ভুলেই গিয়েছিলাম। যাদের নেত্রী ভারত সফরে গিয়ে গঙ্গার পানির ন্যায্য হিস্যার কথা বলতে ভুলে যায়, তারাই সবসময় ভারতকে সব দিয়েছে, কিন্তু কিছু আদায় করতে পারেনি।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুরের জাজিরা পালেরচর ইউনিয়নে কাথুরিয়া গ্রামের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন উপমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারকে ৩০ কেজি করে চাল ও নগদ ২ হাজার টাকা এবং ২৫টি পরিবারকে ২ বান্ডেল করে টিন ও নগদ ৬ হাজার করে টাকা দেন তিনি।

তিনি আরও বলেন, আমরা এই এলাকাকে ভাঙন থেকে বাঁচাতে বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছি। এটি অনুমোদন হওয়া বাকি। এটি হলে আমরা দ্রুত এ এলাকায় কাজ শুরু করে দেব। এছাড়া ভাঙনের জন্য জিও ব্যাগ ফালানো হচ্ছে। গত বছর এই এলাকায় জিও টিউব দিয়ে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours