পুকুর ভরাটের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে মামলা

Estimated read time 0 min read
Ad1

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার উত্তর কুলগাঁও, জালালাবাদ এলাকায় অনুমোদন ছাড়া পুকুর ভরাটের অভিযোগে ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

মামলার আসামিরা হলেন, মো. জামাল উদ্দিন, মো. মোজ্জাম্মেল, মো. আজগর হোসাইন, মো. আজম খান, মো. জহিরুল ইসলাম, মো. সাদ্দাম ও আক্তারুল।

শনিবার (১০ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলাটি  দায়ের করেন।

পরিবেশ অধিদপ্তরের একটি টিম আজ ঘটনাস্থল পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে দেখা যায়, কয়েকজন  শ্রমিকের মাধ্যমে পুকুরটি ভরাট কাজ চলমান রয়েছে। ট্রাকের মাধ্যমে অন্য জায়গা থেকে মাটি এনে পুকুর ভরাটের কাজ চলছিল।

এ জন্য বায়েজিদ থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে শ্রমিক মো. জহিরুল ইসলাম, মো. সাদ্দাম ও আক্তারুলকে আটক করা হয়। অন্যরা এ সময় পালিয়ে যায়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিন ধরে মাটি দিয়ে পুকুর ভরাটের কাজ চলছিল। পুকুরটির প্রায় ৯০ শতাংশ মাটি ও বালি ফেলে ভরাট করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কার্যালয়ের পরিদর্শক মো. মনির হোসেন বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours