কুড়িগ্রামে ধরলার ভাঙ্গন রোধে মানববন্ধন

Estimated read time 0 min read
Ad1

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকার লোকজন।

রোববার সকাল ১১:০০ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমণ্ডপ এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা।

এর আগে দীর্ঘ ৩৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভাঙ্গনের শিকার প্রায় ২০০ পরিবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে সমবেত হন। এ সময় বক্তৃতা করেন, নদী ভাঙ্গনের শিকার আব্দুল মালেক, নছিম উদ্দিন।

তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান মো: হাছেন আলী, ইউপি সদস্য আয়াজ উদ্দিন, শিক্ষার্থী আব্দুস সালাম, সমাজসেবক সিদ্দিক হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলীও বক্তৃতা করেন।

বক্তারা বলেন, ধরলা নদীর ভাঙ্গনে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ চলতি বছরে ৩৫০টি এবং গত তিন বছরে ৬৮১টি বাড়ি ভেঙ্গেছে । এতে এক হাজার একর ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে আবাসন প্রকল্পসহ ফসলি জমি , মাছের ঘের ও গরুর প্রকল্প।

বক্তারা অভিযোগ করেন, ভাঙ্গন রোধে বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করলেও আজ অবধি পানি উন্নয়ন বোর্ড কোন সাড়া দেয়নি। এ কারণেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানববন্ধনসহ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান বক্তারা।

ইউনুস আলী

কুড়িগ্রাম প্রতিনিধি

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours