ফটিকছড়ি পৌরসভার চেঙ্গোর কুল এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যাক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৫ হাজার ঘনফুট বালু জব্দ করে আদালত।
সোমবার (১২ সেপ্টেম্বর ) বিকালে ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম কামরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ধুরুং নদীর ফটিকছড়ি পৌরসভা ১ নং ওয়ার্ড পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের দায়ে স্বীকার করায় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) অনুসারে অভিযুক্ত ব্যক্তি উপজেলার উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের মৃত ইউনুসের পুত্র মোহাম্মদ লোকমানকে (৪০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেন সহকারী কমিশনার ভুমি এটি,এম,কারুল ইসলাম খবর বাংলার প্রতিনিধিকে জানান। উল্লেখ্য, ধুরুং খালের বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন আর বিক্রির মহোৎসবে মেতেছে কয়েকটি প্রভাবশালী মহল।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এইভাবে বালু তুলে বিক্রি করছে কয়েকটি সিন্ডিকেট। রাতের আঁধারে বিভিন্ন গাড়িতে করে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে এসব বালু।
এছাড়া জব্দকৃত বালু স্থানীয় কাউন্সিলর মুহাম্মদ রফিকুল আলমের হেফাজতে রাখা হয়। এবং জব্দ কৃত বালু নিলামে বিক্রি করে টাকা গুলো সরকারী কোষাগারে জমা প্রদানের নিদের্শ প্রদান করা হয়।
ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার ওনির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম কামরুল ইসলাম বলেন, আজকে ভ্রাম্যমান অবৈধ বালু উত্তলনের দায়ে এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অবৈধ এ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন বার বার অভিযান পরিচালনা করলেও বালু উত্তোলন থামছে না। দেদারসে অবৈধ বালু উত্তোলনের ফলে ধুরুং খালের বিভিন্ন অংশ ভাঙ্গন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
+ There are no comments
Add yours