সারাদেশের ন্যায় জামালপুর সদর উপজেলার ২২টি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসএসসি সমমান পরীক্ষা। সদরে মোট ১৬টি বিদ্যালয়ে, ৩টি মাদ্রাসায় এবং ৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার প্রথম দিন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, সদর উপজেলার দিগপাইত ডি কে উচ্চ বিদ্যালয়, পাকুল্লা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও তুলসীপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
তুলসীপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ০৯টি বিদ্যালয়ের ৭২২জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। এছাড়া বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবছর ৭টি বিদ্যালয়ের ৬১৮জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহন করছে।
বিদ্যালয় গুলো হচ্ছে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, নারিকেলী উচ্চ বিদ্যালয়, কুটামনি উচ্চ বিদ্যালয়, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, বি কে এস উচ্চ বিদ্যালয়, রহিমা কাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, কামালখান উচ্চ বিদ্যালয়।
এছাড়া কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৪২৭জন পরীক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করছে। বিদ্যালয়গুলো হচ্ছে কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়, কৈডোলা বালিকা উচ্চ বিদ্যালয়, পক্ষিমারী উচ্চ বিদ্যালয়, গোদাশিমলা উচ্চ বিদ্যালয় ও শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়।
কেন্দ্রের সহকারী সচিব হাফিজুর রহমান বলেন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে। সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন বলেন, উপজেলার ২২টি কেন্দ্রে মাধ্যমিক সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে।
+ There are no comments
Add yours