রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের এক শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আবু সিনহাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
গত রোববার আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার অংশ হিসেবে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগ বনাম আইবিএ অনুষদের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সের প্রফেসর ড. মোইজুর রহমান মীমাংসার জন্য এগিয়ে গেলে আইবিএ শাখা ছাত্রলীগের সভাপতি আবু সিনহা তার কলার ধরে টানাহেঁচড়া করেন এবং অন্যান্য শিক্ষার্থীদের মারধর করেন।
+ There are no comments
Add yours