ইউনস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পানিতে পরে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ৯ অক্টোবর সকাল ১১টার দিকে শালুক তুলতে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটে।মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার ৩নং বন্দবের ইউনিয়নের পুরারচর গ্রামের বাসিন্দা ভ্যানচালক ছলিম উদ্দিনের কন্যা আমেনা খাতুন (৮) এবং একই এলাকার শ্রমিক হাফিজুর রহমানের কন্যা জিনিয়া আক্তার(০৭)বাড়ির পাশে একটি জলাশয়ে শিশু দুটি শালুক তুলতে গিয়েছিল। এসময় জলাশয়ের একটি গভীর খালে দুজনে পরে ডুবে যায়। দূর থেকে স্থানীয়রা তাদের ডুবে যাওয়ার দৃশ্য দেখতে পায়।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশু দুটির মৃত্যু হয়।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশু দুটির হাসপাতালে আনার পূর্বে মারা গিয়েছে।
+ There are no comments
Add yours