বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষি খাতকে বাচাঁতে দ্রুত গ্যাস সরবরাহ করা জরুরী। যমুনা সার কারখানাটি চালু করলে উন্নত হবে বাংলাদেশ। কারণ কৃষক বাচঁলে বাচঁবে দেশ।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে অবস্থিত এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদন কারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা (জে এফ সি এল )।
চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট এর অজুহাতে সার কারখানাটি সু-কৌশলে বন্ধ রেখেছে সরকার। আধুনিক মান সম্পন্ন কেপি আই-১ মানের কারখানাটি জাপানের মিটসোভিসি কোম্পানী ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেন।
কারখানাটি চালু করতে ১৮ কেভি গ্যাস প্রয়োজন হয়। চালু হবার পর ১২ কেভি গ্যাসের চাপ হলেই উৎপাদনে কোন প্রকার সমস্যা হয়না। অত্যাধুনিক কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা ১৪ থেকে ১৭০০/ শত মেট্রিকটন।
যার উৎপাদন ক্ষমতা ও খরচ সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে । রাজনৈতিক প্রতি হিংসা ব্যক্তি সার্থের কারনে নিজেদের আধিপত্য সীমা হীন অনিয়ম ও দুর্নবিীতির কারনে সু-কৌশলে উৎপাদন বন্ধ রেখেছে কারখানা কর্তৃ পক্ষ। অত্যাধুনিক যমুনা সার কারখানায় প্রতিটন ইউরিয়া উৎপাদনে খরচ হয় ১৬০০০/ হাজার থেকে ১৮০০০/ হাজার টাকা। কারখানাটি প্রতিষ্ঠার শুরু থেকে অদ্যবদি পর্যন্ত ধারাবাহিক উৎপাদন ক্ষমতা অব্যহৃত রেখে কারখানাটি।
অথচ সেই প্রতিষ্ঠান বন্ধ রেখে বিদেশ থেকে অধিক মুল্যে সার আমদানি করে ভর্তুকি দিয়ে বিক্রি করছে সরকার । ফলে দেশে যেমন অর্থনীতির সংকট সৃষ্টি হচ্ছে। আমদানি করা প্রতিটন সারের আমদানি খরচ হচ্ছে ৮৬-৯০ হাজার টাকা।
৮৬-৯০ হাজার টাকায় আমদানি সার কৃষকের মাঝে বিক্রি করা হচ্ছে প্রতিটন ২০ হাজার টাকায়। প্রতিটন ইউরিয়া সারে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে ৬৪-৭০ হাজার টাকা।
কেন এই বদান্যতা কেন এই ভর্তু কি কোথায় থেকে আসছে এই টাকা ??? । দেশের শিল্পকারখানা ধ্বংশ করে কিভাবে দেশের উন্নয়ন করা সম্ভব ।মুখে উন্নয়নের কথা বলা আর উন্নয়ন করা এক কথা নয়।
আজকে দেশের প্রতিটি শিল্পকারখানা বন্ধ প্রায় । যমুনা সার কারখানার উৎপাদনের সাথে দেশের উত্তরাঞ্চলের ২৬ জেলার কৃষকের মেলবন্ধন সম্পর্ক । যমুনার উৎপাদন বন্ধের কারনে হতাশায় ভুগছে এই অঞ্চলের কৃষক সহ কারখানার সাথে সম্পৃক্ত কয়েক হাজার পরিবার।
সরকারের উর্ধতন মহলের নিকট প্রাণের দাবি গ্যাস সংযোগদিয়ে দ্রত কারখানাটি চালু করে চলমান সার সংকট এর হাত থেকে কৃষক বাচান । কৃষক বাচঁলে বাচঁবে দেশ, উন্নত হবে বাংলাদেশ ।
+ There are no comments
Add yours