ডলারের রেট নিয়ে গুগলে বিভ্রান্তি, ফেসবুকে গুজব

Estimated read time 0 min read
Ad1

ডলারের বিপরীতে টাকার মূল্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, মার্কিন ডলারের রেট কমে গেছে ১০ টাকা, ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান দাঁড়িয়েছে ৯৩ টাকা ৯০ পয়সা, চীনের মুদ্রার মাধ্যমে লেনদেনের সিদ্ধান্তে টাকার মান ১০ শতাংশ বেড়ে গেছে ইত্যাদি। এমনকি গুগল সার্চ করে মানি এক্সচেঞ্জ অপশনে গিয়ে এক মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রায় মূল্য দেখতে চাইলে ৯৩ টাকা ৯০ পয়সা দেখাচ্ছে।

তবে এসব তথ্যের কোনোটিই সঠিক নয় বলে দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক ও বাফেদাসহ সংশ্লিষ্টরা। রোববার কার্ব মার্কেট বা খোলা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি ডলার ১১৩ থেকে ১১৪ টাকায় কেনাবেচা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ‘টাকার বিনিময় মূল্য’ অংশে বলা হয়েছে, চাহিদা ও যোগানের ভিত্তিতে এবং বাফেদার নির্দেশনা অনুযায়ী আন্তব্যাংক ও গ্রাহক লেনেদেনের জন্য টাকার বিনিময়মূল্য নির্ধারণ করছে ব্যাংকগুলো।

সবশেষ তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে টাকার মূল্য সর্বোচ্চ ১০৬ টাকা ৭৫ পয়সা এবং সর্বনিম্ন ১০৪ টাকা। ১৫ সেপ্টেম্বরের দেওয়া এ রেট এখনো অপরিবর্তিত আছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

সবশেষ তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে টাকার মূল্য সর্বোচ্চ ১০৬ টাকা ৭৫ পয়সা এবং সর্বনিম্ন ১০৪ টাকা।

তিনি বলেন, ব্যাংকগুলো প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্সে প্রতি ডলার সর্বোচ্চ ১০৮ টাকা এবং বাণিজ্যিক রেমিট্যান্স ও রপ্তানি বিল নগদায়ন রেট ৯৯ টাকা দিচ্ছে। দুটোর ওয়েট অ্যান্ড এভারেজ করে আমদানিকারকদের কাছে ডলার বিক্রি করা হচ্ছে। এটিই সঠিক তথ্য।

এদিকে, চীনা মুদ্রায় লেনদেন চালু হয়েছে, এ খবরে ডলারের দরপতন হয়েছে, অনেকে ফেসবুকে এমন পোস্ট দিচ্ছেন। সেখানে অনেকে লিখেছেন, চীনের মুদ্রা ইউয়ানে (সিএনআই) লেনদেন চালু হয়েছে, এলসি নিষ্পত্তির অনুমতি দেওয়া হয়েছে; এজন্য ডলারের রেট ১০ শতাংশ পতন হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, চীনের সঙ্গে বাংলাদেশের আমদানি বাণিজ্য বাড়ায় ২০১৮ সালে ইউয়ানে লেনদেন ও এডি ব্যাংকগুলোকে দায় নিষ্পত্তির জন্য হিসাব খোলার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক।

আগের সার্কুলারের সুযোগকে আরও বড় পরিসরে করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ফেসবুকে সাধারণ মানুষ যেসব পোস্ট দিচ্ছেন, তা না বুঝেই দিচ্ছেন। এসব পোস্টের তথ্য সঠিক নয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours