ইতিহাস গড়ার হাতছানি নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। যাদের বিপক্ষে জয় অধরা হয়েই আছে। শঙ্কা তো ছিলই।
কিন্তু যে দিনটা বাংলাদেশের, যে দিনটা কৃষ্ণা-শামসুন্নাহারের, সেদিন তো বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়বেই। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ।
সোমবার ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ জিতল নারী সাফ চ্যাম্পিয়নশিপ। অর্জন করল দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্ব।
বাংলাদেশের হয়ে দুটি গোল করেনছেন কৃষ্ণা রানি সরকার। আর ১টি গোল করেন শামসুন্নাহার। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন আনিতা বাসেত।
প্রতিবারই তারা হেরেছে শক্তিশালী ভারতের কাছে। দুর্দান্ত ফুটবল খেলেই ফাইনালে এসেছিল বাংলাদেশ। ফাইনালও সেই ধারাবাহিকতা ধরে রেখেই জিতেছে সাবিনা খাতুনের দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামকে স্তব্ধ করে প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ২-০ গোলে।
১০ মিনিটে ফুলব্যাক সিরাত জাহানের মাঠ ছাড়া শাপেবর হয়েছে বাংলাদেশের জন্য। তাঁর বদলে নামা ফরোয়ার্ড শামসুন নাহার জুনিয়র কাজের কাজটি করেছেন।
নেমেই তিন মিনিট পরই মনিকা চাকমার ক্রসে বল নেপালের জালে পাঠান শামসুন নাহার। টুর্নামেন্টে এটিই নেপালের জালে প্রথম গোল। ৪২ মিনিটে নেপালের ভুল পাস থেকে সাবিনা বল পেয়ে যান। সেই বল বাঁ পায়ের শটে ২-০ করে দেন কৃষ্ণা রানী সরকার। শেষ পর্যন্ত ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ জিতল নারী সাফ চ্যাম্পিয়নশিপ।
+ There are no comments
Add yours