ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে ঘুমের মধ্যে অমিত সরকার নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) হল প্রভোস্ট অধ্যাপক ড. নিহির লাল সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে হলের নিজ কক্ষে ঘুমান অমিত। সকালে অনেক ডাকাডাকির পর তার সাড়া পাওয়া যাচ্ছিল না।
পরে বেলা ১১টার দিকে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।
জগন্নাথ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক অতনু বর্মন বলেন, খাওয়া-দাওয়ার পর বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে রাত ৪-৫টার দিকে ঘুমিয়েছিল অমিত। তিনি এমনিতেই ঘুম থেকে দেরিতে উঠেন। বেলা ১১টার দিকে বন্ধুরা ডাকতে তার শরীর ঠান্ডা এবং নিশ্বাস নিচ্ছেন না দেখে হাসপাতালে নিয়ে যান। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চিকিৎসকদের ধারণা, ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন অমিত।
+ There are no comments
Add yours