এস. এম. তারেক, কক্সবাজার জেলা প্রতিনিধি
দিনের পর দিন লম্বা হচ্ছে কক্সবাজার সদরের ঈদগাঁওতে মৃত্যুর মিছিল। মহাসড়কের ইসলামাবাদ ইউনিয়নের হাঁসিরদিঘী নামক স্থানে বাস দূর্ঘটনায় আবারো প্রান হারালেন ৩ ব্যক্তি। আহত হয়েছেন আরো ১৫ জন।
১১ অক্টোবর ভোর ৫.৪০ মিনিটে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন নোয়াখালী জেলার চাঁটখীলের পূর্ব শসালিয়ার কালা মিয়ার পুত্র মুরাদ (১৮), বেগমগঞ্জ উপজেলার আলীপুরের কালাভান্ডারী (৬০) এবং অপর নিহত ব্যক্তি ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, নোয়াখালী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা নীলাচল পরিবহনে(ঢাকামেট্রো ব ১৪-২৯৩৭) একটি পর্যটকবাহী বাস মহাসড়কের ইসলামাবাদ ইউনিয়নের হাসিরদিঘী পর্যন্ত এসে পৌঁছালে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে এক ব্যক্তির মৃত্যু হয়।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আবদুল হালিম জানান, তার নের্তৃত্বে এসআই শামীম আল মামুনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঈদগাঁও’র বিভিন্ন ক্লিনিক এবং জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার কিছুক্ষন পর রামু থেকে দমকল বাহিনী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে এবং দূর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের ফাঁড়িতে নিয়ে যায়। যাত্রী তারেক আজিজ জানান, চালক ঘুম ঘুম ভাব নিয়ে বাস চালাতে গিয়েই দূর্ঘটনাটি ঘটেছে।
+ There are no comments
Add yours