টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিঃ
টঙ্গীতে চিকিৎসকদের মোবাইল ফোনে টাকা দাবী করে হুমকির অভিযোগ পাওয়া গেছে। অপহরণ ও খুনের ভয়ে আতঙ্কে রয়েছেন শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনালের হাসপাতালের চিকিৎস করা। শনিবার সকাল থেকে চিকিৎসকদের মো বাইল ফোনে এ ধরনের হুমকি দিতে থাকে। এ ঘটনায় টঙ্গী পুর্ব থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সুত্রে জানা যায়, শনিবার সকাল থেকে পর্যায় ক্রমে গডফাদার মান্নান, মোল্লা মাসুদ, আরমান ও শাহাদাৎ নামে পরিচয় দিয়ে চিকিৎসক পারভেস হোসেন, তারিক হাসান, সৈয়দা তানজিনা আফরিন, শর্মি বসাক, উমাধর, হুমায়ুন কবির, আবু সাইদ, আহসানা তারা, নাসরিন নাহার, তানভির আহমেদ ও মামুনসহ আরও অনেকের মোবাইল ফোনে টাকা দাবী করে।
ঘটনাটি প্রকাশ করলে কিংবা টাকা না দিলে ডাক্তার ও তাদের সন্তানদের অপহরণসহ খুন করবে বলে হুমকি দেয়। পরে চিকিৎসকরা এ ঘটনায় টঙ্গী পুর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করেন। টঙ্গী পুর্ব থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
+ There are no comments
Add yours