সামাজিক যোগাযোগমাধ্যমে জান্তা-বিরোধীদের পোস্ট অথবা অন্য কোনও কনটেন্টে লাইক অথবা শেয়ার করলে সেজন্য তিন থেকে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে বলে দেশের মানুষকে সতর্ক করে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী।
মঙ্গলবার মিয়ানমারের জনসাধারণকে প্রতিরোধ আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন দেখানোর বিরুদ্ধে সতর্ক করে এই হুমকি দিয়েছে জান্তা।
গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে মিয়ানমারে ব্যাপক সহিংসতা চলছে।
দেশটির গণতন্ত্রপন্থী বিভিন্ন সংগঠন ও ছায়া সরকার নেতৃত্বাধীন মিলিশিয়া গোষ্ঠীগুলোর সাথে মিয়ানমারের জান্তাবাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে।
ক্ষমতাসীন জান্তার তথ্যমন্ত্রী ও মুখপাত্র জাও মিন টিন বলেছেন, ‘সন্ত্রাসীরা’ দেশকে অস্থিতিশীল এবং নিরপরাধ মানুষকে হত্যা করার জন্য তহবিল চেয়ে প্রচারণা চালিয়ে আসছে। তাই তাদের প্রতি সমর্থন কঠোরভাবে মোকাবিলা করা হবে।
জাতিসংঘ গত বছরের অভ্যুত্থানের পর থেকে বিরোধীদের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের জান্তাকে অভিযুক্ত করেছে। দেশটিতে গোপন বিচারের সময় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার এবং অনেক নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে।
অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের জান্তা-বিরোধীরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাদের বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া দেশটির নাগরিক সাংবাদিকরা প্রায়ই সেনাবাহিনীর বিরুদ্ধে গণতন্ত্রকামীদের প্রতিবাদ ও জান্তার নৃশংসতার ছবি পোস্ট করেন।
+ There are no comments
Add yours