চট্টগ্রামে ফুটপাত থেকে পা পিছলে নালায় পড়ে সালামত নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ৬০ লাখ টাকা কেন ক্ষতিপূরণ না দেওয়ার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সচিব ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে, চট্টগ্রামে ফুটপাত থেকে পা পিছলে নালায় পড়ে সালামত নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট দায়ের করেন ভিকটিমের ছেলে শাকেরুল্লাহ মহিম। গত ২৬ আগস্ট পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করা হয়।
+ There are no comments
Add yours