মদ ও গাঁজাখোরদের নিয়ে আ.লীগের কমিটি করা হবে না

Estimated read time 1 min read
Ad1

যারা মদ ও গাঁজাখোর, তাদের নিয়ে কমিটি করা হবে না, যাদের দিয়ে ভোট পাব তাদের নিয়েই কমিটি গঠন করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সংবিধানের বাইরে কোনো কিছুই সম্ভব না। যারা জনগণের কাছে গ্রহণযোগ্য তাদের দায়িত্ব দিতে হবে। তোষামোদি করে কেউ এমপি হতে পারবে না। স্লোগান দিয়ে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, শক্তি প্রদর্শন করে নেতা হতে পারবেন না। যে যার এলাকায় জনপ্রিয়, তিনিই সেখানে নেতা হবেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর লালবাগের নবাবগঞ্জ পার্কে লালবাগ থানা ও ২৩, ২৪, ২৫,  ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান।

ওবায়দুল কাদের বলেন, আগামী দিনে শেখ হাসিনাই বিজয়ী হবে। শেখ হাসিনা পরাজিত হলে, বাংলাদেশ পরাজিত হবে। মুক্তিযুদ্ধের চেতনা হেরে যাবে, দেশের উন্নয়ন পরাজিত হবে। সব কিছুর গতি থেমে যাবে। যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকেন তাহলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। আসুন, আমরা সবাই মিলে একযোগে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।

তিনি আরও বলেন, বিএনপি আন্দোলন করার জন্য মাঠে কিছু লোক নামিয়েছে। কারা কতদিন থাকেন আমরাও দেখব। আন্দোলন করতে চাইলে শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করুন। আন্দোলনের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করবেন না। রাজপথ কাউকে ইজারা দেয়া হয়নি। আপনারা ফাঁকা মাঠে আন্দোলন করবেন, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে বসে আঙুল চুষবে, তা হবে না। ষড়যন্ত্রকারীরা এটা হয়তো জানে না বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাও পিছু হটতে জানেন না, ভয় পান না।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, কেন্দ্রীয় নেতা ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours