দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিষয়গুলো হচ্ছে- গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন। স্থগিত করা বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
স্থগিত করা বিষয়গুলো ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষা রুটিনে উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম বলেন, প্রশ্ন নিয়ে সমস্যার কারণে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। শিগগিরই এসব পরীক্ষা নেওয়া হবে।
এর আগে প্রশ্নপত্র উলট-পালটের কারণে যশোর শিক্ষাবোর্ডের বাংলা (আবশ্যিক) ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত হয়। গত শনিবার (১৭ সেপ্টেম্বর) এই পরীক্ষার এমসিকিউ বাদ দিয়ে শুধুমাত্র সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আগামী ৩০ সেপ্টেম্বর এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বোর্ড থেকে জানানো হয়েছে।
+ There are no comments
Add yours