রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব মূল্যস্ফীতিতে

Estimated read time 1 min read
Ad1

রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে চলতি ২০২২-২৩ অর্থবছর শেষে মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

যা আগের অর্থবছর ছিল ৬ দশমিক ২ শতাংশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘এশীয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২’ প্রকাশ করে সংস্থাটি।

বাংলাদেশ সরকার চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি প্রাক্কলন করেছিল ৫ দশমিক ৫ শতাংশ। গত আগস্টে জ্বালানি তেলের দাম সমন্বয় এবং বিভিন্ন পণ্যমূল্য বৃদ্ধি পাওয়ায় ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৭ শতাংশে দাঁড়াবে বলে আভাস দিয়েছে এডিবি।

বৈশ্বিকভাবে খাবারের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের অস্থিরতার কারণে মূল্যস্ফীতির হার বাড়বে। রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে বৈশ্বিকভাবে খাদ্য সরবরাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এসব কারণে মূলত বাড়ছে বিভিন্ন পণ্যের দাম।

অন্যদিকে বাংলাদেশে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। যদিও সরকার জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তাকে চিহ্নিত করেছে। এ কারণে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা দীর্ঘায়িত হতে পারে বলেও মনে করে সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours