জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডিএনএ তথ্য যুক্ত করাসহ এনআইডিতে স্থায়ী ঠিকানা দৃশ্যমান করা, ডাটাবেজে বাবা-মায়ের নাম ইংরেজিতে লিপিবদ্ধ ও স্মার্ট কার্ডে চিপের ব্যবহার করারও সুপারিশ এসেছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ‘জাতীয় পরিচিতি যাচাই সেবা, সেবার প্রকৃতি, সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এসব সুপারিশ আসে। সকাল পৌনে নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইডিইএ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে অংশগ্রহণকারীরা সার্ভারের গতি বাড়ানো, ইকেওয়াইসি সেবা দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের সঙ্গে সর্বনিম্ন তিন বছরের চুক্তি ও প্রতি তিন বছর পরপর চুক্তির মেয়াদ নবায়নসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।
‘জাতীয় পরিচিতি যাচাই সেবা, সেবার প্রকৃতি, সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক কি নোট উপস্থাপন করেন আইডিইএ প্রকল্পের (২য় পর্যায়) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের।
ইকেওয়াইসি সেবা নেওয়া প্রতিষ্ঠান যাতে তৃতীয় পক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ না হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।
নির্বাচন কমিশন ও পার্টনারদের বিলিং সিস্টেম ম্যানুয়ালের পরিবর্তে অটোমেটেড করার পরামর্শ দেন বক্তারা। পার্টনারদের ফোকাল পারসন পরিবর্তন হলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে দ্রুত অবহিত করার পরামর্শ দেওয়া হয়।
+ There are no comments
Add yours