সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে চা শ্রমিকদের ভার্চুয়াল মতবিনিময়ে ফটিকছড়ির কর্ণফুলি চা বাগানের মহিলা শ্রমিক লাকী দে কথা বলেন। বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে তার চোখের সমস্যার কথা খুলে বলেন অসহায় লাকি।
এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রামের জেলা প্রশাসককে শ্রমিক লাকি দের চোখের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরে জেলা প্রশাসক অসহায় শ্রমিকের চোখের অপারেশনে ভুমিকা রাখতে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও ফটিকছড়ির কৃতি সন্তান সাদাত আনোয়ার সাদীকে অনুরোধ জানান।
এর পরিপ্রেক্ষিতে ২১ সেপ্টেম্বর সকালে সাদাত আনোয়ার সাদীর ব্যাক্তিগত তহবিলের মাধ্যমে চট্টগ্রাম নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালের ভিআইপি কেবিনে উক্ত চা শ্রমিককে উন্নত চিকিৎসার আওতায় এনে অপারেশন সম্পন্ন করান।
অস্ত্রোপাচার শেষে এদিন শ্রমিক লাকীকে হাসপাতালে দেখতে যান সাদী। এ সময় চিকিৎসায়এগিয়ে আসা সাদীকে কাছে পেয়ে আবেগে আপ্লুত লাকী প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য জালাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো: কবির হাসানুল করিম রাসেল, সুমন প্রমুখ।
+ There are no comments
Add yours