লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভারতীয় সীমান্ত থেকে একটি পরিত্যক্ত সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জেলা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, স্থানীয়রা বাদাম ক্ষেতে কাজ করতে গিয়ে কাঁদাযুক্ত সাদা রঙের একটি জার্কিন সদৃশ বস্তু দেখতে পায়। আতঙ্কে কেউ পাশে ভিড়েনি। পরে থানা পুলিশ ও বডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেয়। পরে থানা পুলিশ গিয়ে সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি সীমান্তের মেইন পিলার ৯০৮ এর ৫ নং সাব-পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গফুরের বাদাম ক্ষেতের ভেতর থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
সাউন্ড গ্রেনেডটি পরিত্যক্ত বলে ধারণা করা হচ্ছে। এটি নিষ্ক্রিয় করতে বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours