
রানা মোল্লা, রামগড় (খাগড়াছড়ি) : জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। শ্রমজীবী মানুষের দাবি আদায়সহ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গঠিত হয় জাতীয় শ্রমিক লীগ।
জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড়ে উপজেলা ও পৌর শ্রমিক লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করা হয়। পরে নেতৃবৃন্দ রামগড় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কেটে ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
কেক কাটা শেষে রামগড় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।রামগড় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শামীম,শ্রমিক লীগ রামগড় উপজেলা শাখার সভাপতি জাহাংগীর আলম ও সাধারন সম্পাদক রনি সহ প্রমুখ।
+ There are no comments
Add yours