চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীকে নিয়ে করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের অশালীন ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলররা।
রোববার ( ২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, ইতোমধ্যে অনেকে তাদের বকেয়া কর পরিশোধ করে আপিল করেছেন। আপিলে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিষয়টি যখন মীমাংসার পর্যায়ে আসছে ঠিক তখনই একটি মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য আন্দোলন সংগ্রামে লিপ্ত হয়েছে। তারা সিটি কর্পোরেশন ও জনসাধারণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে। আমরা তাদের এ ধরনের ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, সিটি মেয়র ৬০ লাখ জনগণের অভিভাবক প্রতিমন্ত্রী মর্যাদাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং নগরীর সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তাকে উদ্দেশ করে যে বক্তব্য প্রদান করা হয়েছে তাতে নগরবাসী আহত হয়েছে।
গৃহ কর নিয়ে বিভ্রান্ত ছড়ানোর যে অপচেষ্টা চলছে তা দুঃখজনক উল্লেখ করে ভারপ্রাপ্ত মেয়র বলেন, ২০০৯ সালে কর পুনঃমূল্যায়ন করা হয়েছিল, সে সময় অভিযোগগুলো আপিলের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তারপর আর পৌরকর মূল্যায়ন করা হয়নি। ২০১৭ সালে সরকারি নির্দেশনা অনুযায়ী কর পুনঃমূল্যায়ন করা হলে তা পরবর্তীতে স্থগিত হয়। বর্তমানে আবারও সরকারি নির্দেশনার আলোকে সিটি কর্পোরেশন কর পুনঃমূল্যায়নের উদ্যোগ নিয়েছে।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, শৈবাল দাশ সুমন, জহর লাল হাজারী, আবুল হাসনাত মো. বেলাল, গোলাম মোহাম্মদ জোবায়ের, হুরে আরা বিউটি বক্তব্য রাখেন।
কেবি২৪/কেচম
+ There are no comments
Add yours