রাজধানীর ধানমন্ডি এলাকায় সোমবার (২৬ সেপ্টেম্বর) সভা-সমাবেশ করতে দেবে না পুলিশ। ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে এ কথা জানানো হয়েছে।
সোমবার রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের পাশে বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এতে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটতে পারে- এমন আশঙ্কায় সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।
বিএনপি ও যুবলীগ দুটি সংগঠনই আমাদের কাছে মৌখিকভাবে সমাবেশের অনুমতি নিয়েছিল। তাই আমরা মৌখিকভাবেই তাদের সমাবেশ বাতিলের বিষয়টি জানিয়েছি।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসানুল ফেরদাউস বলেন, একই স্থানে যুবলীগ ও বিএনপি সমাবেশের ডাক দিয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।
গত বুধবার মুন্সীগঞ্জের মুক্তারপুর পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শাওন নামে এক যুবদলকর্মী আহত হয়ে মারা যান। এ ছাড়াও সম্প্রতি বিএনপির বেশ কয়েকটি সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনা বিবেচনায় নিয়ে সোমবার ধানমন্ডিতে সভা-সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ধানমন্ডি থানা পুলিশ।
+ There are no comments
Add yours