ব্যবসা-বাণিজ্য সহজ করতে কমিটি গঠন

Estimated read time 1 min read
Ad1

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ব্যবসা-বাণিজ্য আরও সহজ করতে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সরকার ও বেসরকারি খাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি ব্যবসা-বাণিজ্যের বর্তমান সমস্যা চিহ্নিত করে সেই আলোকে সুপারিশ করবে।

ব্যবসা-প্রতিষ্ঠানের নিবন্ধন নেওয়া থেকে শুরু করে অন্যান্য পরিষেবা আরও কীভাবে সহজ করা যায়-সেসব বিষয়ে সুপারিশ করবে পরামর্শক কমিটি। আমদানি-রপ্তানি কার্যক্রমসহ অন্যান্য সেবা নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা কোন ধরনের সমস্যা মোকাবিলা করছেন, সেগুলো চিহ্নিত করা হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন (ডিটিও) উইংয়ের মহাপরিচালক মো. হাফিজুর রহমানকে প্রধান করে ১৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর নাম দেওয়া হয়েছে‘লোকাল কনসালটেটিভ গ্রুপ’।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ আরও কয়েকটি চেম্বারের প্রতিনিধি, গবেষণা সংস্থা এবং বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকাসহ অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা কমিটিতে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours