বাস্তবায়নের শীর্ষে জনপ্রশাসন, পিছিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

Estimated read time 1 min read
Ad1

বিদায়ী অর্থ বছরের (২০২১-২২) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সবচেয়ে পিছিয়ে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ ‘মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থবছরের এপিএ-তে প্রাপ্ত নম্বর’ প্রকাশ করেছে।

সরকারের ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের পাওয়া নম্বরের গড় ৯২ দশমিক ০১ নম্বর, যা গত অর্থবছরে (২০২০-২১) ছিল ৮৯ দশমিক ০১ নম্বর। সে হিসেবে এবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের গড় হার ৩ নম্বর বেড়েছে।

তালিকা অনুযায়ী, ৯৯ দশমিক ০৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত অর্থবছরে আইসিটি বিভাগ ৯৮ দশমিক ৬৬ নম্বর পেয়ে প্রথম হয়েছিল।

অন্যদিকে, ৭৬ দশমিক ৩২ নম্বর পেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অবস্থান ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সবার শেষে। ২০২০-২১ অর্থ বছরে শেষের অবস্থানে ছিল বাণিজ্য মন্ত্রণালয়। ৬৫ দশমিক ৭৬ নম্বর পেয়ে ওই অর্থ বছরে তালিকার একেবারে নিচে স্থান হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ের।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে শীর্ষ ১০ মন্ত্রণালয় ও বিভাগ
৯৯ দশমিক ০৮ নম্বর পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথম, ৯৮ দশমিক ৯৩ নম্বর পেয়ে বিদ্যুৎ বিভাগ দ্বিতীয়, ৯৮ দশমিক ৫৩ নম্বর পেয়ে কৃষি মন্ত্রণালয় তৃতীয়, ৯৭ দশমিক ৮৮ নম্বর পেয়ে অর্থ বিভাগ চতুর্থ, ৯৭ দশমিক ৯৬ নম্বর পেয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পঞ্চম, ৯৭ দশমিক ৭৫ নম্বর পেয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ ষষ্ঠ, ৯৭ দশমিক ৩৮ নম্বর পেয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সপ্তম, ৯৭ দশমিক ০৯ নম্বর পেয়ে পানি সম্পদ মন্ত্রণালয় অষ্টম, ৯৫ দশমিক ৭১ নম্বর পেয়ে পরিকল্পনা বিভাগ নবম এবং ৯৫ দশমিক ৫২ নম্বর পেয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ দশম স্থান অর্জন করেছে।

ধারাবাহিকভাবে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের অবস্থান
এপিএ বাস্তবায়নে পর্যায়ক্রমে স্থান করে নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ (নম্বর ৯৫ দশমিক ৪৬), খাদ্য মন্ত্রণালয় (৯৫ দশমিক ৩৮), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (৯৫ দশমিক ৩৭), বস্ত্র ও পাট মন্ত্রণালয় ( ৯৫ দশমিক ১৮), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় (৯৫ দশমিক ১৭), সেতু বিভাগ (৯৪ দশমিক ৮৩), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (৯৪ দশমিক ৮১), পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (৯৪ দশমিক ৭০), নৌপরিবহন মন্ত্রণালয় (৯৪ দশমিক ০২), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় (৯৩ দশমিক ৮৩), সুরক্ষা সেবা বিভাগ (৯৩ দশমিক ২৮), জননিরাপত্তা বিভাগ (৯৩ দশমিক ২৪), স্বাস্থ্য সেবা বিভাগ ( ৯২ দশমিক ৯৫), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (৯২ দশমিক ৮৯), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় (৯২ দশমিক ৬৫), সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (৯২ দশমিক ৪৮), স্থানীয় সরকার বিভাগ (৯২ দশমিক ৪৩), শিল্প মন্ত্রণালয় (৯২ দশমিক ২৫), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (৯২ দশমিক ১৩), আইন ও বিচার বিভাগ (৯১ দশমিক ৭৩), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় (৯১ দশমিক ৪৪), কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ (৯১ দশমিক ৪২), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় (৯১ দশমিক ০৯), অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (৯১ দশমিক ০৩), যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (৯০ দশমিক ৯৬), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ (৯০ দশমিক ৯১), ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (৯০ দশমিক ৬৪), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (৯০ দশমিক ১১), বাণিজ্য মন্ত্রণালয় (৮৯ দশমিক ৯০), প্রতিরক্ষা মন্ত্রণালয় (৮৯ দশমিক ৭৫), স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ (৮৯ দশমিক ১১), রেলপথ মন্ত্রণালয় (৮৮ দশমিক ৬৬), পররাষ্ট্র মন্ত্রণালয় (৮৮ দশমিক ৪০), ভূমি মন্ত্রণালয় (৮৭ দশমিক ৮০), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (৮৭ দশমিক ৫৬), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় (৮৭ দশমিক ৪৫), সমাজকল্যাণ মন্ত্রণালয় (৮৬ দশমিক ৭৪), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় (৮৫ দশমিক ৫৩), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (৮৪ দশমিক ৫৪), লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ (৮৩ দশমিক ৭৫), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (৮১ দশমিক ৩৫) ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় (৭৬ দশমিক ৩২)।

কেবি২৪/প্রশাসন

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours