বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের সময় ৯ বাংলাদেশি জেলেসহ ছয় রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী।
রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করে সোমবার (২৬ সেপ্টেম্বর) তাদেরকে মোংলায় নিয়ে আসা হয়। এদের মধ্যে ৯ জন বাংলাদেশি জেলে এবং বাকি ছয়জন রোহিঙ্গা ক্যাম্পের।
মোংলা নৌ ঘাটির গোয়েন্দা বিভাগের একটি সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সুত্রটি জানায় বঙ্গোপসাগরে অবস্থান করা তাদের জাহাজ ‘বিএনএস গোমতি’ র নৌসেনারা একটি ফিশিং বোটসহ তাদের আটক করে।
এদের মধ্যে বাংলাদেশি ৯ জেলেরা হচ্ছেন- শাহ আলম মিস্ত্রি (৫০) নোয়াখালী, মোঃ নুরুল আলম(৪৫) নোয়াখালী, মোঃ হারুন (৩৫) নোয়াখালী, মোঃ আলাউদ্দিন (৪৫) নোয়াখালী , মোঃ নুর হোসেন (৩৭) ভোলা, মোঃ জাকের হোসেন (৩২) ভোলা, মোঃ হালিম (৪৮) ভোলা, জাকির হোসেন (৩২) ভোলা, মনির হোসেন (৪৭) লক্ষীপুর।
এছাড়া রোহিঙ্গা ক্যাম্পের আটককৃতরা হলেন- নুর আলম(৪০) উখিয়া, আলী জোহার(২৮) উখিয়া, জাহিদ আলম(৩৫) টেকনাফ, মোঃ জুবায়ের (৩০) টেকনাফ, মোঃ কামরুল হোসেন(২৩) টেকনাফ ও মোঃ ইয়াছির(২৫) টেকনাফ। মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৯ বাংলাদেশি জেলেসহ ছয়জন রোহিঙ্গা আটকের পর মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে এসব জেলেরা মাছ শিকার করছিল। পরে সাগরে টহলরত নৌবাহিনী সদস্যরা তাদের আটক করে। আটক এসব জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আলী আজীম, মোংলা (বাগেরহাট)
+ There are no comments
Add yours