ভিআইপি সিম বিক্রির নামে প্রতারণা

Estimated read time 1 min read
Ad1

গ্রামীনফোনের ভিআইপি সিম সরবরাহ করার নামে অর্থ আত্মসাৎ প্রতারক চক্রের সদস্য সোহাগ আহম্মদকে (২৭) গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার।

রোববার (২৫ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে শহরের ১নং উকিল বারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

প্রতারক সোহাগের স্বীকারোক্তি মতে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে সত্যতা পেয়ে এদিন সাড়ে সাতটার সময় তার হেফাজত থেকে প্রতারণা করে বিকাশে গ্রহণকৃত নগদ ১৮ হাজার টাকা, একটি টেকনো মোবাইল ফোন, Jiniya Afrin Mim নামক ফেসবুক আইডি’র স্ক্রিনশটের প্রিন্ট করা তিন পাতা পেপার জব্দ করা হয়।

জানা যায়, ডিবি পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে শহরের ১নং উকিল বারের সামনে সন্দেহ ভাজনভাবে ঘুরাফেরা করতে থাকা এবং একাধিক বিকাশের দোকান থেকে প্রতারণা করে টাকা আত্মসাৎকারী যুবক সোহাগ আহম্মদকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন পর্যালোচনা করে এবং জিজ্ঞাসাবাদে জানা যায়, সে “Jiniya Afrin Mim” নামক একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করে বিভিন্ন ফেসবুক গ্রুপের সঙ্গে সংযুক্ত হতেন।

এরপর নিজেকে গ্রামীনফোন সিম কোম্পানির গ্রাহক সেবায় নিয়োজিত এমন মিথ্যা পরিচয় দিয়ে গ্রামীনফোন কোম্পানির ভিআইপি সিম সরবরাহ করার নামে প্রতারণা পূর্বক দেশের বিভিন্ন জেলার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিকাশে টাকা গ্রহণ করতো।

এমন প্রতারণা কর্মের ধারাবাহিক গত ২৫ সেপ্টেম্বর যশোর শহরের এমএম আলী রোড ও দড়াটানা এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে গ্রামীনফোন কোম্পানির ভিআইপি সিম সরবরাহ করার নামে প্রতারণা করে চারটি দোকান থেকে মোট ১৮ হাজার টাকা উত্তোলন করে নেয় সোহাগ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours