চট্টগ্রামের পতেঙ্গার সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ২৪০ লিটার চোরাই ডিজেল ও ১ হাজার ১২০ লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমিন।
এ সময় তারেক (১৯) নামে এক চোরকারবারিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ পতেঙ্গা থানার সমুদ্র সৈকত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান চলাকালীন সৈকত এলাকার বার্মিজ মার্কেট থেকে একটি ট্রাক শহরের মেইন রোডের দিকে আসতে দেখেন কোস্ট গার্ড সদস্যরা।
ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামার সংকেত দেন। এসময় সংকেত অমান্য করে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ট্রাকটি জব্দ করেন।
পরে ট্রাকটিতে তল্লাশি করে ২ হাজার ২৪০ লিটার চোরাই ডিজেল ও ১ হাজার ১২০ লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা তেল চট্টগ্রাম কাস্টমসের কাছে এবং আটক তারেককে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours