
নির্বাচন কমিশনার (ইসি) ব্রি. জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, যে অভিযোগগুলো আসছে সেগুলো কীভাবে হ্যান্ডেল করি দেখেন। দেখেন আমরা কী করি? জাস্ট ওয়েট, অবশ্যই চমক থাকবে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে আনার বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এমন মন্তব্য করেন।
এই নির্বাচন কমিশনার বলেন, ৩৯টি দলের জন্যই কাজ করছি। যে কাজটা সবার জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করবো। আপনাদের বারবার বলছি, কোন কাজটা করতে হবে বলেন, কিন্তু বলছেন না।
তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলছি এ পর্যন্ত ৭৯৩টা ইভিএমে নির্বাচন করেছি। অঘটন, ধাওয়া পাল্টাধাওয়া কয়টা হয়েছে? কারণ সেখানে লুটতরাজ করে তো লাভ হচ্ছে না। সংসদ নির্বাচনে রংপুরসহ অন্যান্য সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে জানান।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours