টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ককে হটিয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবি আবারও শীর্ষে উঠে এসেছেন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) আইসিসির হালনাগাদকৃত র্যাংকিংয়ের তথ্য অনুযায়ী জানা গেছে সাকিবকে হটিয়ে শীর্ষে ফিরেছেন নবি। সেক্ষেত্রে ২৪৬ রেটিং নিয়ে টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে এখন শীর্ষে অবস্থান নবির।
এছাড়া ২৪৩ রেটিং নিয়ে দুইয়ে নেমে গেছেন সাকিব। এছাড়া তিনে আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি। তার রেটিং ২২১।
গেল বছরের নভেম্বরে নবির কাছে শীর্ষস্থান হারিয়েছিলেন সাকিব। পুনরায় মসনদ ফিরে পাবার ১৪ দিনের মাথায় আবারও শীর্ষস্থান হারালেন টাইগার অলরাউন্ডার।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে যথাক্রমে ৮৮, ০৮ ও ৮৮ রান করেছেন।
দ্বিতীয় ও চতুর্থ টি-টোয়েন্টিতে দলের জয়েও বড় ভূমিকা ছিল তার। আর সেই সুবাদে টি-টোয়েন্টির ব্যাটিং র্যাংকিংয়ে নিজের শীর্ষস্থান আরও সুসংহত করলেন রিজওয়ান। তার রেটিং পয়েন্ট ৮৬১।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। সিরিজ নির্ধারণী ম্যাচে সূর্যকুমারের ৩৬ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংসে ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এবার র্যাংকিংয়েও দুই ধাপ এগিয়েছেন সূর্যকুমার যাদব। ৮০১ রেটিং পয়েন্ট নিয়ে রিজওয়ানের পরেই আছেন তিনি।
এদিকে, ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩১ রানের ইনিংস খেলে একধাপ এগিয়ে ব্যাটিং র্যাংকিংয়ে পাঁচে উঠে এসেছে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
+ There are no comments
Add yours