ডলারের বিপরীতে চীনা মুদ্রের রেকর্ড পতন

Estimated read time 1 min read
Ad1

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক এ মাসের শুরুতে আবারও সুদের হার বাড়ানোর পর ডলারে বিপরীতে অন্যান্য প্রধান মুদ্রামানের পতন অব্যাহত রয়েছে।

যার ধারাবাহিকতায় চীনা মুদ্রা ইউয়ানের রেকর্ড পতন হয়েছে। মার্কিন মুদ্রার ঊর্ধ্বগতির বিপরীতে ইউয়ানের মান তলানিতে ঠেকেছে।

২০১১ সালে থেকে চীনা মুদ্রার মান বিষয়ক তথ্যাদি প্রকাশ করা হয়। এ সময়ের পর থেকে আন্তর্জাতিক বাজারে ইউয়ানের মান কখনো এত নিচে নামেনি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) এ প্রতিবেদন লেখার সময় অবধি চীনের বাইরে প্রতি ডলারের বিপরীতে অফশোর ইউয়ানের মান কমে ৭ দশমিক ২৪।

এটি ২০১০ সালের পর সর্বনিম্ন। এছাড়া অনশোর বা অভ্যন্তরীণ ক্ষেত্রে প্রতি ডলারের বিপরীতে ইউয়ানের মান কমে ৭ দশমিক ২৩। এটি ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকটের পর সর্বনিম্ন।

২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর চীনের অভ্যন্তরীণ মুদ্রার মানও সবচেয়ে দুর্বল অবস্থানে পৌঁছেছে।

রয়টার্স বলছে, এ মাসের শুরুতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আবারও বাড়িয়ে দেয়। এতে ডলারের বিপরীতে বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রার মানের পতন হতে থাকে। এরই প্রভাব পড়েছে চীনা মুদ্রার ওপর।

দেশটির অর্থনীতি এরইমধ্যে কোভিড-১৯ প্রাদুর্ভাব এবং সম্পত্তি বিষয়ক সংকটে বিপর্যস্ত। যা থেকে উত্তরণের জন্য চীনা সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংক এমন পদক্ষেপ নিলে সরকারের এ প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়বে।

অন্যদিকে যুক্তরাজ্যের সরকারের আর্থিক স্থিতিশীলতা নিয়ে ক্রমবর্ধমান আশঙ্কায় সোমবার (২৬ সেপ্টেম্বর) মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মানের রেকর্ড পতন হয়। সোমবার এশিয়ার বাজারে লেনদেনে মুদ্রাটির মান ১ দশমিক শূন্য ৩ এর কাছাকাছি নেমে আসে। পরে যুক্তরাজ্য সময় সোমবার সকালে তা প্রায় ১ দশমিক শূন্য ৬ ডলারের অবস্থান করে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours