
মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে ফেনসিডিলসহ ওয়ার্ড যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম নাজমুল হক (৩০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর এলাকার সাইদুল হকের ছেলে। সে স্থানীয় গোপালপুর এলাকায় বসবাস করে আসছিল।
পুলিশ জানায়, নাজমুল দীর্ঘদিন যাবৎ এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় থেকে মাদক ব্যবসা করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শাহা ফরিদ ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একদল গত মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে মরকুন টিএন্ডটি বাজার এলাকায় ফেনসিডিল বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
+ There are no comments
Add yours