নোয়াখালীর চাটখিলে ইমোতে গাঁজা ক্রয়-বিক্রির অপরাধে মো. মোহন (২৫) নামের এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছে পাওয়া গাঁজা পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খিলপাড়া ইউনিয়নের সাধুরখিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুল হক ভূঁইয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে খিলপাড়া ইউনিয়নের সাধুরখিল এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় একটি সিএনজিতে যাওয়ার সময় মোহনকে সন্দেহ করা হয়। তারপর তার শরীর তল্লাশি করে গাঁজা পাওয়া যায়।
এরপর মুঠোফোনে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে গাঁজা ক্রয়-বিক্রির প্রমাণ মেলে। তারপর ভ্রাম্যমাণ আদালত মোহনকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করে।
কেবি২৪/২৯১০২
+ There are no comments
Add yours