ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) আর্থিক কেলেঙ্কারি নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে মামলা করেছে এ নিয়ে অনেক প্রশ্ন আছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) পুরানা পল্টনে আইএলএফএসএল এর ২৬তম বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, দুদক যে মামলা করেছে সেখানে মৃত ব্যক্তির নাম দিয়েছে। আবার এমনও কাজ করেছে। কেলেঙ্কারির সময় বোর্ডে ছিল ওই ব্যক্তির নাম এফআইআরে দেয়নি।
জানা গেছে, পিপলস লিজিংয়ের পাঁচ আমানতকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৫ জানুয়ারি পিকে হালদারের মা লীলাবতী হালদারসহ ২৫ জনের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।
ওই ২৪ জনের মধ্যে এন আই খান ছিলেন। পরবর্তীতে নজরুল ইসলাম খানকে বিদেশ যাওয়ার ওপর হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার কোর্ট।
এফআইআরে যে মৃত ব্যক্তির নাম আছে তিনি কে? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা খুঁজে বের করেন। আমি বলব না। তবে আমি বলছি এফআইআরে মৃত ব্যক্তির নাম আছে।
তিনি আরও বলেন, ২০-৩০টা মামলা করে এর মানে কনফিডেন্স নেই ধরতে পারব কি পারব না। একটা করতে হবে একদম টাইট দিয়ে, দুইটা করতে হবে টাইট দিয়ে, তিনটা করতে হবে টাইট দিয়ে। ৩০টা মামলা করা লুজ।
কেবি২৪/২৯১০৮
+ There are no comments
Add yours