
নিজস্ব প্রতিবেদক
নগরীর পাহাড়তলী থানাধীন ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বশির শাহ মাজার এলাকায় মিথ্যা পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব-৭ এর একটি দল।
( ১৩ অক্টোবর) অভিযান চালিয়ে মাসুদ রানা (৩৫) নামের এই প্রতারকে গ্রেফতার করা হয়৷ সে দক্ষিণ কাট্টলীর ওমর ফারুক’র ছেলে।
র্যাব জানায়, প্রতারক মাসুদ কখনো গোয়েন্দা, কখনো বন্দরের নিরাপত্তা কর্মকর্তা আবার কখনো বা সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন সাধারণ মানুষের সাথে প্রতারণা করে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয় বলে জানতে পারে র্যাব, পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি নকল পিস্তল, একটি ওয়াকিটকি, এক জোড়া বুট,আটটি চাকু, একটি চাইনিজ কুড়াল, দুইটি পত্রিকার আইডি কার্ডসহ দুইটি অবৈধ পার্সপোর্ট উদ্ধার করা হয়।
এবিষয়ে র্যাব-৭ এর সিপিসি -২ ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক জানান,গ্রেফতারকৃত আসামীকে ও উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours