চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ‘ঢাকাপ্রেসডটকম’ নামে একটি ফেসবুক পেজে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মেজবাহ উদ্দিন দোয়েল।
মামলায় ফেসবুক পেজের লিংক উল্লেখ করে ঢাকাপ্রেসডটকমকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া ফেসবুক আইডির লিংক উল্লেখ করে কাজী কমলা (তানিয়া) ও ফেসবুক আইডি ওবায়দুর রব কয়েস নামীয় আরও দুজনকে অভিযুক্ত করা হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫,২৯(২) এবং ৩১ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০ সেপ্টেম্বর ঢাকা প্রেসডটকম তাদের ফেসবুকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ.এইচ.এম জিয়া উদ্দিনের নাম ও ছবি ব্যবহার করে মানহানিকর বক্তব্য পোস্ট করে। এতে সাধারণ সম্পাদককে ভূমিদস্যু চক্রের হোতা-১ উল্লেখ করে বলা হয়, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ভূমিদস্যু ও চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রণ করে বিভিন্ন প্রভাবশালী চক্র। তাদেরই একজন অ্যাডভোকেট আবুল হাসেম মো.জিয়াউদ্দিন।
সভাপতিকে ভূমিদস্যু চক্রের হোতা-২ উল্লেখ করে বলা হয়, জঙ্গল সলিমপুর ও আলীনগরে সরকারি খাসজমি উদ্ধারে জেলা প্রশাসনের নেতৃত্বে চলছে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান।
প্রশাসনের কঠোর ভূমিকা দেখে ভূমিদস্যুদের নির্দেশে ছিন্নমূল মানুষ রাস্তায় নেমে পড়ে। এসব অপরাধীদের পেছনে রয়েছে বিভিন্ন প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তি। এদের মধ্যে অন্যতম আবু মোহাম্মদ হাশেম।
কেবি২৪/২৯১৪৩
+ There are no comments
Add yours