আগামী ১অক্টোবর শুরু হতে যাচ্ছে স্বনাতন ধর্মালম্বীদের সব চাইতে বড়ো উৎসব শারদীয় দূর্গাপূজা। ইতিমধ্যে মোংলা উপজেলার মন্ডপ গুলিতে প্রতিমার কাজ প্রায় শেষ পর্যায়ে।
এরই মাঝে শারদীয় দুর্গাপূজার সর্বশেষ প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেছেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা থানার ওসি মনিরুল ইসলাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি মজুমদার সহ সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান ও মন্ডপের প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, নিরাপত্তার স্বার্থে উপজেলার ৩৪ টি মন্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৮টি, পৌরসভার পক্ষ থেকে ৩টি ও ব্যাক্তি অর্থায়নে ৩টি সহ মোট ৩৪টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, প্রতিটা পূজা মন্ডপ আমাদের নজরদারিতে থাকবে এবং নিরাপত্তার সার্থে প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়নের পাশাপশি আনসার, গ্রাম পুলিশ সহ সেচ্ছাসেবক বাহিনী মোতায়েন থাকবে।
আলী আজীম, মোংলা (বাগেরহাট)
+ There are no comments
Add yours