
নেপালের নবনিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, বর্তমানে বাংলাদেশের সঙ্গে নেপালের সম্পর্ক বন্ধুর মতো।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে দেববাড়ী পূজামণ্ডপ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তাই বাণিজ্য, বিদ্যুৎ, সংযোগ, শিক্ষা, পর্যটন এবং যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। একই স্থানে মসজিদ ও মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতির বিরল দৃষ্টান্ত। এখান থেকে সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। ধর্ম যার হোক না কেন উৎসব সকলের।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours