জামালপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২২-২৩ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই (বীজ) ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বীজ-সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার রওশন আরা খাতুন প্রমুখ। জানা যায় পৌর শহর, মেষ্টা ও দিগপাইত ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১শত কৃষকদের মাঝে ৫ কেজি করে মাসকালাই (বীজ) ও ১৫ কেজি করে রাসায়নিক সার বিনামুল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি লিটুস লরেন্স চিরান বলেন, সরকার সব সময় কৃষকের পাশে রয়েছে। কৃষককে কৃষি কাজে উৎসাহিত করার লক্ষ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করছে। উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন বলেন বিভিন্ন ফসলের পাশপাশি ডাল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ-সার বিতরণ করা হচ্ছে।
+ There are no comments
Add yours