
সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারীতে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর)উপজেলা মিলনায়তনে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে সমন্বয় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্য মুহাম্মদ মাসুদ আলম,উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেষন অফিসার অর্জুন দে, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ,উপজেলা পুূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী অশোক কুমার নাথ, সহ-সভাপতি বিজয় মাস্টার, সাধারণ সম্পাদক রিমন মুহুরি, উপজেলা পুূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নয়ন চৌধুরী, উপজেলা বিদ্যুৎ বিতরণ বিভাগসহ বিভিন্ন পূজা মন্ডপের নেত্রীবৃন্দ প্রমুখ।
সমন্বয় সভায় পুজারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত, মন্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
+ There are no comments
Add yours