মোংলায় পূজা মন্ডপ পরিদর্শনে উপমন্ত্রী হাবিবুন নাহার

Estimated read time 1 min read
Ad1

মোংলার বিভিন্ন পূজা মন্দির ও মন্ডপ পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার৷

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার সোনাইলতলা, বুড়িরডাঙ্গা, চাঁদপাই, চিলা সহ বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মালম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন৷

পরিদর্শনকালে উপমন্ত্রী তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র নের্তৃত্বে একটি অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ৩০ লক্ষ শহীদ আত্মত্যাগ করেছেন।

‘আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বেরবুকে বাংলাদেশ অসাম্প্রদায়িক উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে উজ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। আজ বাংলাদেশর সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব অত্যান্ত আনন্দের মধ্য দিয়ে উদযাপন করেন। তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে নানা ধর্ম ও মতের মানুষ মিলেমিশে বসবাস করেন।’

‘শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী আছেন বলেই সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারছি। এ দেশ বঙ্গবন্ধুর দেশ, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছি। প্রশাসনের কড়া নিরাপত্তায় হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারছেন।’

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ একটি উন্নত দেশের তালিকায় স্থান পেয়েছে৷ এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নজির নেই৷

পুজা পরিদর্শনকালে তার সাথে ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মোংলা উপজেলা শাখার সভাপতি পীযূষ কান্তি মজুমদার সহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ৷

এবার মোংলায় ৩৪টি মন্দির-মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপেই আইন-শৃঙ্গলা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ দাবী করেছেন।

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours