ইন্টারনেটের সব ক্যাবল কেটে দিলেন কাউন্সিলর

Estimated read time 0 min read
Ad1

আগাম ঘোষণা ছাড়াই চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার সব ফাইবার ক্যাবল কেটে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমন। ফলে পুরো এলাকাজুড়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইন্টারনেট ও ডিশক্যাবল সেবা।

শুধু জামালখানই নয়, নির্বিচারে ফাইবার ক্যাবল কেটে দেওয়ায় সংযুক্ত চকবাজার ও বাকলিয়াসহ নগরের বেশ কিছু এলাকায়ও ইন্টারনেট ও ডিশ পরিষেবা বন্ধ হয়ে গেছে।

এর মধ্যে কোন কোন আইএসপির টেকনিশিয়ানরা ফাইবার ক্যাবল পুনঃস্থাপনের কাজ করতে গেলে কাউন্সিলর শৈবাল দাশ সুমন তাদের বাধা দেন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের নিজে দাঁড়িয়ে থেকে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার ডিশ ও ফাইবার ক্যাবলগুলো কেটে দেন।

এদিকে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় জামালখান এলাকার কয়েকটি ব্যাংকের কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। অনলাইননির্ভর এটিএম বুথগুলোও নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে কখন এই সেবা পুনরায় চালু হতে পারে, সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারছে না ইন্টারনেট সার্ভিস সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

সদস্যদের কাছে পাঠানো ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক রাজীব শাহরিয়ার ও সহসভাপতি আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক চিঠিতে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত জামালখান ওয়ার্ডে ফাইবাল ক্যাবল পুনঃস্থাপন, ফাইবার ক্যাবল মেইনটেন্যান্স ও নতুন সংযোগ প্রদানসহ সব ধরনের ইন্টারনেট সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত পরশু হাজী বিরানির সামনের রেস্টুুরেন্টে আগোছালো তারের জঞ্জালে আগুন ধরে যায়। সেটি দেখার পর আমি জামালখান এলাকার সমস্ত টানা ডিস ও ফাইবার ক্যাবল কেটে দেওয়ার সিদ্ধান্ত নিই।’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours