মোবাইলের আলোতে সভা করলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক

Estimated read time 0 min read
Ad1

সুনামগঞ্জে ইসিএ এলাকাভুক্ত হাওরে অংশীজনদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়ে বিদ্যুৎ ছাড়াই সভা করেছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ। মোবাইলের আলো জ্বালিয়ে সভা সম্পন্ন করেছেন তিনি।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক এমরান হোসেনের সভাপতিত্বে তাহিরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আসেন ড. আবদুল হামিদ।

গাড়ি থেকে নেমে সম্মেলন কক্ষে প্রবেশের আগেই চলে যায় বিদ্যুৎ। রাত হয়ে যাওয়ায় দেরি না করে মোবাইলের আলো জ্বালিয়েই শুরু হয় হয় সভা।

ঘণ্টাব্যাপী সভা অনুষ্ঠিত হলেও বিদ্যুৎ আসেনি। বিদ্যুৎ ছাড়া মোবাইলের আলোতেই সম্পন্ন হয় পুরো অনুষ্ঠান।

এসময় মহাপরিচালকের উপস্থিতিতেই বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অভিযোগ করে তাহিরপুরবাসী বলেন, বিদ্যুৎ নিয়ে তারা খুবই বিপাকে আছেন। সময়ে অসময়ে চলে যায় বিদ্যুৎ। হাওর অঞ্চল হওয়ায় হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। যখন ভালো সময় থাকে তখনও বিদ্যুৎ চলে যায়।

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ বলেন, সারা দেশেই এমন অবস্থা। তবে এদিকে হয়তো একটু বেশি। খুব শিগগিরই ঠিক হয়ে যাবে।

বিদ্যুৎ চলে যাওয়ার বিষয়ে তাহিরপুর পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম ইকরাম হোসেন জনি বলেন, এটা নিয়মিত লোডশেডিং ছিল। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে অবহিত করা হয়নি।

সভা শেষে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে রোদ ও বৃষ্টি থেকে নিরাপদ থাকার জন্য ছাতা ও ক্যাপ বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours