
আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় ৩ কোটি ২০ লাখ টাকার দুই প্রকল্পের কাজ অনিয়ম করে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার পৌর প্রকৌশলীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শারমিন এন্টারপ্রাইজকে লটারী ছাড়াই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে ক্ষোভ প্রকাশ করেন অন্যান্য ঠিকাদাররা।
এই অন্যায়ের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন পৌরসভার মেয়র।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়নের এই দুই প্রকল্পের কাজ গোপনে পৌর প্রকৌশলীর যোগসাজসে ভাগিয়ে নেন উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহাদাত হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শারমিন এন্টারপ্রাইজ।
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গত ১৪ সেপ্টেম্বর বোয়ালখালী পৌরসভার শেখপাড়া বড়ুয়া পাড়া সড়ক, কধুরখীল কৈবত্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়কের ১হাজার ৪৮ মিটার সড়ক ১ কোটি ৬১ লাখ টাকা এবং পূর্ব গোমদণ্ডী শহিদ সিপাহী নায়েব আলী সড়ক ও বায়তুন নুর জামে মসজিদ সড়কেড ১হাজার ৯৫ মিটার আরসিসি দ্বারা উন্নয়নের জন্য ১ কোটি ৫৯ লাখ টাকার দরপত্র আহবান করা হয়।
এ দুই প্রকল্পে ৪৮টি ঠিকাদারী প্রতিষ্ঠান শিডিউল জমা দিয়েছেন।
নিয়ম অনুযায়ী লটারি করে ঠিকাদারী প্রতিষ্ঠান মনোনীত করার কথা থাকলেও পৌর মেয়র ও অন্যান্য ঠিকাদারদের না জানিয়ে পছন্দের ঠিকাদারী প্রতিষ্টান মের্সাস শারমিন এন্টারপ্রাইজকে পাইয়ে দেন পৌর প্রকৌশলী।
বৃহস্পতিবার দুপুরে শিডিউল জমাদানকারী অন্যান্য ঠিকাদাররা পৌরসভায় গেলে পৌর প্রকৌশলীর বিষয়টি নিশ্চিত করেন। এসময় ঠিকাদারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ঠিকাদারদের পক্ষে মের্সাস কেজিএন এন্টারপ্রাইজের পরিচালক ঠিকাদার মো. রাশেদুল আলম সুমন অভিযোগ করে বলেন, এই দুই প্রকল্পে ৪৮জন ঠিকাদার শিডিউল জমা দিয়েছে। নিয়ম অনুযায়ী লটারী হওয়া কথা থাকলেও কোন ধরনের লটারী না করে গোপনে পৌর প্রকৌশলী কামরুজ্জামান ৩ কোটি ২০ লাখ টাকার দুই প্রকল্পের কাজ একই ব্যক্তি ও প্রতিষ্টানকে দিয়ে দিয়েছে।
এ বিষয়ে পৌর প্রকৌশলী কামরুজ্জামান জানিয়েছে এটা ঢাকার প্রকল্প কর্মকর্তা করেছে। আমার কোনো হাত নেই।
পৌর মেয়র আবুল কালাম আবু ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর প্রকৌশলী কামরুজ্জামান এ বিষয়ে কিছু না জানিয়ে উন্নয়ন প্রকল্পের কাজগুলো গোপনে দিয়ে দিয়েছে।
+ There are no comments
Add yours